বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

চট্টগ্রামে ঘরের শত্রু বিভীষণ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরের শত্রু বিভীষণ

চট্টগ্রামের চারটি আসনে চরম অগ্নি পরীক্ষায় পড়েছেন মহাজোট ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থীরা। আসনগুলোতে একই জোটের শরিক দলের একাধিক প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এসব আসনে জোটের প্রার্থীরা ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে দাঁড়িয়েছে। আর এতে করেই পাল্টে যাবে ভোটের হিসাব-নিকাশ। চট্টগ্রাম-২ আসনে এবার মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকে। তাকে মনোনয়ন দেওয়ার পর সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া এ আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ও নজিবুল হক মাইজভান্ডারীর ঘনিষ্ঠ আত্মীয় শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ। নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘নৌকার বাইরে কোনো ব্যক্তিকে ভোট দেবে না কেউ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন তাদের বয়কট করবে জনগণ।’ চট্টগ্রাম-৮ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে। কিন্তু এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জামায়াতের হাসান মাহমুদ চৌধুরী। তবে আবু সুফিয়ান বলেন, ‘কোনো প্রার্থীর কারণে ভোটের হিসাব নিকাশ পাল্টে যাবে এটা বিশ্বাস করি না। ভোট দেওয়ার মালিক জনগণ। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল আমার পক্ষে আসবে।’ চট্টগ্রাম-১০ আসনে ২০ দলীয় জোট থেকে নির্বাচন করছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। কিন্তু এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী। কারাবন্দী এ নেতা ২০ দলীয় জোট থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।চট্টগ্রাম-১৬ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. জহিরুল ইসলাম। এ আসনে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে। অনিয়ম দুর্নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে থাকা মোস্তাফিজের আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী। এ হেভিওয়েট নেতা প্রার্থী হওয়ায় অগ্নিপরীক্ষায় পড়তে হবে মহাজোটের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে।

সর্বশেষ খবর