বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণমানুষের দৈনিক

রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর

গণমানুষের দৈনিক

সংক্ষিপ্ত আকার, বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা আর সব শ্রেণির পাঠকের চাহিদা পূরণ এসব মিলিয়ে শরীয়তপুরে  পাঠকপ্রিয়তার শীর্ষ অবস্থানে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন । প্রতিদিন দুপুর গড়ানোর আগেই পুরোপুরি বিক্রি হয়ে যায় এই পত্রিকাটি । শরীয়তপুরের সংবাদপত্র বিক্রেতারা বলছেন, বাংলাদেশ প্রতিদিন গণমানুষের পত্রিকা। বর্তমানে মানুষের হাতে সময় কম পরিসরে সংবাদ পড়তে চায় । রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, বিচিত্রতা, আন্তর্জাতিক সব বিষয়ের সংবাদ পেতে চায়। আর সংক্ষিপ্ত পরিসরে সব দিকের সব সংবাদ থাকায় পাঠকপ্রিয়তার শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ প্রতিদিন।  জেলার ডামুড্যা, ভেদরগঞ্জ, নড়িয়া, জাজিরা উপজেলায় সর্বোচ্চ চাহিদা রয়েছে। ভেদরগঞ্জ উপজেলার এজেন্ট আব্দুল লতিফ মাষ্টার বলেন, নিউজ এর সংখ্যা আরও বাড়াতে হবে। জেলা শহরের সংবাদপত্র বিক্রেতা আকবর হোসেন বলেন, এই পত্রিকার গেটআপ মেকআপের প্রশংসা করেন পাঠকরা। ভালোমানের কলাম থাকায়, রাজনীতিসহ সব বিষয়ের সংবাদের কারণে পত্রিকাটির চাহিদা দিন দিন বাড়ছে। তিনি বলেন, ‘প্রতিদিনে সব দলের খবর সমান  গুরুত্ব দিয়ে  ছাপা হয় । নিরপেক্ষতা থাকায় পত্রিকাটি মানুষের খুব প্রিয়। জাজিরা ও নড়িয়ার এজেন্ট আবুল হোসেন বলেন, অধিকাংশ দিন বিকালের আগেই পত্রিকাটির বিক্রি শেষ হয়ে যায়। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এজেন্ট নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রতিদিন পাঠকপ্রিয়তার শীর্ষে থাকার কারণ হচ্ছে, এ পত্রিকায় সংবাদ নিরপেক্ষ। এখানে সরকারি ও বিরোধী প্রত্যেক দলের সংবাদই থাকে। জেলার বাংলাদেশ প্রতিদিনের গ্রাহক মানিক মোল্যা, নজরুল ইসলাম, কবির হোসেন বলেন, পত্রিকাটি গেটআপ, মেকআপ ভালো হওয়ায় এবং  ভিতরের পাতায় কিছু নিউজের কারণে পাঠকদের মন জয় করে নিয়েছে। যতদিন যাচ্ছে, বাংলাদেশ প্রতিদিনের চাহিদা আরও বাড়ছে। তবে গ্রাহকসংখ্যা বাড়াতে মফস্বল পেজ বৃদ্ধি করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর