বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বামদের ইশতেহারে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

বামদের ইশতেহারে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি

দেশের পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর প্রতিশ্রুতিতে ৩২ দফা কর্মসূচি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আটদলীয় বাম গণতান্ত্রিক জোট। এই ইশতেহারে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়, দুর্নীতি-লুটপাট-দলীয়করণ, সন্ত্রাস ও জনদুর্ভোগ লাঘব, ধনী- গরিবের বৈষম্য নিরসনের লক্ষ্যে কাস্তে, মই ও কোদাল মার্কায় ভোট চেয়েছে বাম জোট।  গতকাল পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তিভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণায় এসব কথা বলেন বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এতে উপস্থিত ছিলেন— সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

বাম জোটের সমন্বয়ক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ইশতেহার ঘোষণা করে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অঙ্গীকার ছিল সমাজতন্ত্রের লক্ষ্যে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার। কিন্তু সেই পথে দেশ অগ্রসর হতে পারেনি। লুটেরা শাসকশ্রেণির বিকল্প গড়ে তোলার কোনো বিকল্প নেই। বাম গণতান্ত্রিক জোট ক্ষমতায় গেলে এই কাজগুলোকে  প্রাধান্য দেবে এবং তার প্রয়োজনে রাষ্ট্রীয় নীতি ঢেলে সাজানো হবে। নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুসহ জোটের ৫৪-দফা সুপারিশের ভিত্তিতে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করা। ‘না’ ভোট প্রদানের বিধান চালু করা। ভোট প্রদানে বাধা প্রদান আইন করে বন্ধ করা। বিকল্প অর্থনৈতিক নীতি ও ব্যবস্থাপনায় জাতীয় অর্থনীতি ও দেশীয় শিল্প বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে—এমন বৈদেশিক সাহায্য বা ঋণ গ্রহণ বন্ধ করা।

সর্বশেষ খবর