শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
জঙ্গিবাদ প্রতিরোধ নিয়ে গোলটেবিল

উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে সমষ্টিগত উদ্যোগ দরকার

নিজস্ব প্রতিবেদক

উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমষ্টিগত উদ্যোগ নেওয়া দরকার। সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের যেমন জোরালো ভূমিকা রয়েছে, তেমন গণমাধ্যমকে ব্যবহার করে যেন কোনো অপশক্তি উগ্রবাদ ছড়াতে না পারে সে বিষয়েও সতর্ক হওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। গণমাধ্যম সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উগ্রবাদ প্রতিরোধেও এর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব বলেন। ইউএসএআইডির সহযোগিতায় গণমাধ্যমপ্রতিষ্ঠান ‘সমষ্টি’র উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সারোয়ার, ইউএসএআইডির ডেমোক্র্যাসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্সের ডিরেক্টর র‌্যান্ডল ওলসনসহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা। আলোচনায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান হয়। তবে জনগণ সবসময়ই উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার। উগ্রবাদ প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর অবস্থান সুস্পষ্ট করার কথা বলে তিনি প্রতিটি দলের নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দলীয় অবস্থান সুনির্দিষ্ট করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রাকৃতিক পরিবেশ দূষণ মোকাবিলায় আমরা সারা বিশ্বে কাজ করছি। অথচ সামাজিক পরিবেশ কতটুকু দূষণ করছি তা উপলব্ধি করতে পারি না। উগ্রবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার কারণ সঠিক শিক্ষা ও পরিচর্যার অভাব। এগুলো মোকাবিলায় সার্বিক বিষয় নিয়ে চিন্তা করতে হবে। ফরিদা ইয়াসমিন বলেন, জঙ্গিবাদ একটি স্পর্শকাতর ইস্যু। জঙ্গিবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদ মোকাবিলার জন্য মনোজগৎ নিয়ে কাজ করতে হবে। সামাজিক ও পারিবারিকভাবে প্রতিটি মানুষের প্রতি খেয়াল রাখতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর