শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আসলাম চৌধুরীর মনোনয়নে হাই কোর্টের আদেশ

ফারুক তাহের, চট্টগ্রাম

আসলাম চৌধুরীর মনোনয়নে হাই কোর্টের আদেশ

চট্টগ্রামে কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে কম জল ঘোলা হয়নি। নানা নাটকীয়তার মধ্য দিয়ে একের পর এক পটপরিবর্তন ঘটছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নের বৈধতা-অবৈধতা নিয়ে। কিন্তু সর্বশেষ গতকাল সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের      যৌথ বেঞ্চ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতার পক্ষে রায় দেন। রায়ের আদেশে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব এবং চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তাকে আসলাম চৌধুরীর মনোনয়ন গ্রহণ করতে বলা হয়। একই আদেশে সীতাকুণ্ড আসনে একই দলের প্রার্থী এবং আসলাম চৌধুরীর ভাই ইসহাক কাদের চৌধুরীর মনোনয়ন প্রত্যাহার এবং পুনরায় আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অনুমোদন দিতে বিএনপির মহাসচিবকে নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, রাজনৈতিক এবং ব্যাংক ঋণের খেলাপি মামলায় গত প্রায় দেড় বছর ধরে কারাবন্দী রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী। নির্বাচনী তফসিল ঘোষণা হলে যথানিয়মে কারাগারে থেকেই তিনি তার নির্বাচনী আসন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দেন। তার দল বিএনপি তাকে দলীয় মনোনয়ন দিলেও নির্বাচন কমিশন যাচাই-বাছাই পর্বে তার মনোনয়ন আবেদন বাতিল করে দেয়। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করলে কমিশন গত ৮ ডিসেম্বর প্রথমে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে ৯ ডিসেম্বর চূড়ান্ত ও প্রত্যাহারের শেষ দিন তার মনোনয়ন আবারও বাতিল করে দেয়। এরপর আসলাম চৌধুরীর পক্ষে তার আইনজীবী মিজানুর রহমান হাই কোর্টের আপিল বিভাগে তার মনোনয়ন ফিরে পেতে আপিল করলে গতকাল এই রায় দেয় হাই কোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের যৌথ বেঞ্চ।

 

সর্বশেষ খবর