শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী হাওয়া সারা দেশে

জয়-পরাজয়ে ফ্যাক্টর ইসলামী দলগুলো

চট্টগ্রামের ১৬ আসন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

জয়-পরাজয়ে ফ্যাক্টর ইসলামী দলগুলো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে জয়-পরাজয়ের ফ্যাক্টর হতে পারে ইসলামী দলগুলো। কওমি ও আহলে সুন্নাত মতাদর্শী দলগুলো মহাজোট ও ২০-দলীয় জোটের শরিক হলেও আসন বণ্টনে হিস্যা না মেলায় চট্টগ্রামের প্রায় প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে। এতে বেকায়দায় পড়তে পারেন শরিক জোটের প্রার্থীরা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, চট্টগ্রামের কয়েকটি আসনে আমাদের প্রার্থীদের শক্তিশালী অবস্থান রয়েছে। কয়েকটি আসনে জয়ের ব্যাপারে আমরা খুবই আশাবাদী। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলান মঈন উদ্দিন রুহী বলেন, চট্টগ্রামের কয়েকটি আসনে কওমিদের শক্তিশালী অবস্থান রয়েছে। এসব আসনে আগামী নির্বাচনে ইসলামী ঐক্যজোট তথা কওমি মতাদর্শী দলের প্রার্থীদের পক্ষে যাবে জনরায়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ১৩ দফা দাবি আদায় আন্দোলেন করে দেশে আলোচিত হয় কওমিরা। হেফাজতের ব্যানারে কেউ নির্বাচন না করলেও কওমি মতাদর্শী দলগুলোর বেশ কজন নেতা এ নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহলে সুন্নাত মতাদর্শী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শক্তিশালী অবস্থান রয়েছে। স্থানীয় নির্বাচনে এ দুই দলের ব্যানারে বিজয়ী হয়েছেন অনেকে। এমনকি চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানও হয়েছেন ইসলামী ফ্রন্টের প্রার্থীরা। এসব বিবেচনায় এবারের নির্বাচনে জয়-পরাজয়ের ফ্যাক্টর হতে পারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। হেফাজতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে কওমি মতাদর্শী পাঁচটি দলের প্রার্থী নির্বাচন করছেন। তারা সবাই হেফাজতের বিভিন্ন স্তরের নেতা। তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মঈন উদ্দিন রুহী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মীর ইদরীস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাসির উদ্দিন এবং খেলাফত মজলিসের  শিহাবুদ্দীন। এ ছাড়া আহলে সুন্নাত মতাদর্শী দলগুলোরও শক্তিশালী অবস্থান রয়েছে এ আসনে। এ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ছৈয়দ হাফেজ আহমদ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মো. নঈমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম-২ আসনেও বেশ শক্ত অবস্থান দুই মতাদর্শী দলগুলোর। এ আসনে প্রার্থীদের মধ্যে রয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীর মুহাম্মদ ফেরদৌস আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ আতিক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও মহাজোট প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। চট্টগ্রামে ইসলামী দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ ফটিকছড়ি আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো শামছুদ্দিন। চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনসুরুল হক, চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আশরাফ হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোজাম্মেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুল আলম হাসেম। চট্টগ্রাম-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আলী, চট্টগ্রাম-৭ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু নওশাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ নেয়ামত উল্লাহ। চট্টগ্রাম-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদ খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ। চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ আমজাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আবু আজম। চট্টগ্রাম-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকমান সওদাগর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন। চট্টগ্রাম-১২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মঈন উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন। চট্টগ্রাম-১৩ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের রশিদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের এরফানুল হক চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, চট্টগ্রাম-১৪ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জানে আলম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন সাকী, তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ। চট্টগ্রাম-১৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল আলম, চট্টগ্রাম-১৬ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহিউল আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম ফরিদ আহাম্মদ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টে মনিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর