রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
প্রথম মৃত্যুবার্ষিকী

মহিউদ্দিন চৌধুরীকে গভীর শ্রদ্ধায় স্মরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টলবীর খ্যাত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দলীয় ও পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল, খতমে কোরআন, গরিব মেহনতি মানুষের জন্য মেজবানির আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় এই দেশবরেণ্য আওয়ামী লীগ নেতার, যিনি ১৭ বছর ছিলেন চট্টলবাসীর নগরপিতার দায়িত্বে। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে নগরীর জিইসি কনভেনশন হলে নগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, নগর যুবলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী। শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সকালে প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ লতিফ, জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম, চসিক কাউন্সিলরসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া পিতার কবরে দোয়া ও মোনাজাত করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চৌধুরী বোরহানুল হাসান সালেহীনসহ পরিবারের সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর