রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ভয়মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা

গণসংহতির ইশতেহার

নিজস্ব প্রতিবেদক

ভয়মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা, সবার জন্য উন্নয়ন নিশ্চিতসহ বিভিন্ন লক্ষ্য, প্রত্যয় নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। গতকাল সকালে রাজধানীর হাতিরপুলে দলটির কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা-১২ আসনের প্রার্থী জোনায়েদ সাকি। লিখিত ইশতেহার পাঠ করেন নির্বাহী সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল। এ সময় ফিরোজ আহমেদ, দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, মনিরউদ্দীন পাপ্পু, দীপক রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইশতেহারে বলা হয়, প্রধানমন্ত্রীর হাতে একচেটিয়া ক্ষমতা রদ করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে ক্ষমতায় ভারসাম্য আনাসহ সরকার কর্তৃক বিরোধীদের হয়রানির সুযোগ বন্ধ করা হবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা ছাড়াও পুলিশকে একদিকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করা হবে, অন্যদিকে তাদের দুর্নীতিমুক্ত ও জবাবদিহির আওতায় রাখতে সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, সরকার দুর্নীতি ও লুটপাট অব্যাহত রাখতেই ভয় দেখিয়ে, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখতে চায়। তারা দেশটিকে এমন স্তরে নিয়ে এসেছে যে, বাংলাদেশ আজ অচলাবস্থার মাঝে পতিত হয়েছে। গণসংহতি আন্দোলন তাই ভয়মুক্ত বাংলাদেশ গড়তে চায়। প্রতিটি মানুষ যেন নিজের মত প্রকাশ করতে পারে রাষ্ট্র সে পরিবেশ নিশ্চিত করবে। সাকি আরও অভিযোগ করেন, তেজগাঁও কলেজ এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে তার প্রচারকর্মীরা হামলা, মারধর ও বাধার সম্মুখীন হচ্ছেন। ড. কামাল হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জোনায়েদ সাকি বলেন, সারা দেশে সরকারি বাহিনীর নেতৃত্বে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় এ ধরনের হামলা, গ্রেফতার ও নির্যাতন অব্যাহত আছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের পরিবেশ আদৌ সৃষ্টি হয়েছে তা বলা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর