সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রওশন আওয়ামী লীগনির্ভর সুসংগঠিত বিএনপি

ময়মনসিংহ-৪

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহ-৪ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়নি কেউই। ক্ষমতাসীন দল জোটগত স্বার্থে এবারও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বর্তমান সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে আসনটি ছেড়ে দিয়েছে। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে এ আসন থেকে এমপি হলেও এবার এই হেভিওয়েট প্রার্থীকে লড়তে হচ্ছে ধানের শীষের বিপক্ষে। ইতিমধ্যে এরশাদপত্নী আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আওয়ামী লীগের সাহায্য-সহযোগিতাও চেয়েছেন তিনি। অন্যদিকে অতীতের বিভেদ ভুলে এখন সুসংগঠিত বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে আবু ওয়াহাব আকন্দ দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটের মাঠে ইতিমধ্যে নিজেকে পোক্ত করে তুলেছেন প্রথমবারের মতো টিকিট পাওয়া সাবেক এই ছাত্রনেতা। বিশেষ করে গত শনিবার ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের ময়মনসিংহ সফর দলীয় নেতা-কর্মীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক  প্রচারণা শুরু হলেও এখনো অনেকটা পিছিয়ে মহাজোট। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহাজোট প্রার্থী রওশন এরশাদ স্পষ্ট বলেন, ‘আমি শামীম (জেলা আওয়ামী লীগের সহসভাপতি) ও শান্তকে (মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছি, আমার টাকা-পয়সা নেই। ওরা বলেছে বিষয়টি দেখবে। আমাকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করতে হবে।’ বর্ধিত সভার পর শনিবার দুপুরে সিটি কলেজিয়েট স্কুল মাঠে নির্বাচন সমন্বয় কমিটির আয়োজনে নির্বাচনী যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় স্থানীয় আওয়ামী রাজনীতির দুই শক্তিকে একসঙ্গে দেখা যায়। বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ গত ছয় দিনে নগরীর ২১টি ওয়ার্ডের মধ্যে ১১টিতেই গণসংযোগ করে ব্যস্ত সময় কাটান। প্রথম দিকে ওয়াহাববিরোধীদের ভোটের মাঠে আনাগোনা না থাকলেও এখন কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। ফলে এ আসনটিতে দিনরাত প্রচার-প্রচারণা ও গণসংযোগে এখন পর্যন্ত অনেকটাই এগিয়ে ধানের শীষের প্রার্থী।

সর্বশেষ খবর