সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বুয়েটে ছাত্রলীগের হাতে তিন সাংবাদিক প্রহূত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

লাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হাতে প্রহূত হয়েছেন তিন সাংবাদিক। তারা হলেন দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার মুনতাসির জিহাদ, কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান ও ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার কবির কানন। শনিবার রাতে বুয়েটের শেরেবাংলা হলে এ ঘটনা ঘটে। সাংবাদিকরা একজনকে আটকে রাখার অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন। এদিকে প্রহার করার ঘটনায় পরে বুয়েট ছাত্রলীগ দুঃখ প্রকাশ করেছে। মারধরের শিকার গণমাধ্যমকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে অপহরণ করে বুয়েটের শেরেবাংলা  হলে আটকে রাখা হয়েছে— এমন খবর পেয়ে তারা ক্যাম্পাসটিতে যান। হলে প্রবেশ করতে গেলে গেট তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভিতরে ঢুকতে চাইলে হলের দায়িত্বরত নিরাপত্তাপ্রহরী জানান, ভিতরে ঢুকতে ছাত্রলীগের নিষেধ আছে। পরে হল গেটের রেজিস্টার খাতায় নাম নিবন্ধন করে হলে প্রবেশ করেন তারা। ভুক্তভোগীরা আরও জানান, হলটিতে প্রবেশ করার পাঁচ মিনিটের মধ্যে শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং তাদের কাছে হলে প্রবেশের কারণ জানতে চান। এ সময় শিক্ষার্থী অপহরণের খবরের বিষয়ে জানতে চাইলে তারা সাংবাদিকদের মারধর করেন। তাদের মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র ও মানি ব্যাগ নিয়ে নেওয়া হয়। সেখান থেকে তাদের হলের ক্রীড়াকক্ষে নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরে ঘটনাটি জানাজানি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। অপহূত ঢাবি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশে দেওয়া হয়েছে।

 এদিকে বুয়েট ছাত্রলীগের সভাপতি খন্দকার জামী-উস সানী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর