সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড. কামালের রাজনীতির তীব্র সমালোচনায় শামীম ওসমান

সোনারগাঁও প্রতিনিধি

ড. কামালের রাজনীতির তীব্র সমালোচনায় শামীম ওসমান

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জনসভায় বক্তৃতা করছেন শামীম ওসমান - বাংলাদেশ প্রতিদিন

ড. কামাল হোসেনদের নেতৃত্বে যারা রাজনীতি করছেন, তাদের তীব্র সমালোচনা করেন সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, কামাল হোসেনদের রাজনীতি যারা করছেন তারা পলিটিক্যাল প্রসটিটিউটে পরিণত হয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বিকালে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি শামীম ওসমান আরও বলেন, আমি অবাক  হই, এতদিন তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছেন। এখন রাজনীতি করছেন বর্ণচোরা ড. কামাল হোসেনদের নেতৃত্বে। এরা এদেশের মানুষকে লজ্জা দিচ্ছে। তাদের বিরুদ্ধে ভোট চাইতে আমারও লজ্জা হয়। বিএনপি জামায়াতকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়েছে তাদের সঙ্গে আঁতাত করে ২৫ আসন পেয়ে কী করবেন! তাদেরকে হুঁশিয়ার করে শামীম ওসমান বলেন, বোমা হামলার ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। স্বাধীনতার সপক্ষের শক্তি জেগে উঠলে দেশে থাকতে পারবেন না। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানান, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে দেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। কিন্তু নারায়ণগঞ্জে কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। তিনি বলেন, তারা নির্বাচন করতে চায় না। ওরা নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। তাই কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, অ্যাডভোকেট হোসনে আরা বাবলি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর