শিরোনাম
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এমডিকে তলব

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশ অমান্য করায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইফতেখারুল ইসলাম এবং সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে আগামী ১০ জানুয়ারি সশরীর তলব করেছে হাই কোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানিতে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম। এর আগে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৪১তম সভায় ইয়াসির আরাফাত নামের এক প্রকৌশলীকে বরখাস্ত করা হয়। পরে ওই বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে গত ৩১ জুলাই আরাফাতের বরখাস্তাদেশ স্থগিত এবং রুল জারি করে হাই কোর্ট। কিন্তু আদালতের আদেশের পরও ট্রাস্ট থেকে আরাফাতের বেতন বন্ধ রাখা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর ট্রাস্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাই কোর্ট। এরপরও সে রুলের জবাব দাখিল না করায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সচিবকে ব্যাখ্যা দিতে আদালতে তলব করা হলো।

সর্বশেষ খবর