মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
জহিরউদ্দিন স্বপনের অভিযোগ

বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-১ আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী এম জহিরউদ্দিন স্বপন ‘নিজেকে নিরাপত্তাহীন’ দাবি করে বলেছেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতা-কর্মীদের বেছে বেছে হামলা-নির্যাতন করা হচ্ছে। গতকাল বেলা ১২টায় বরিশালের গৌরনদী উপজেলার শরিকলের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বপন বলেন, একাধিক নেতার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসায় হামলা-ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। তারা রাতের আঁধারে বিএনপি নেতা-কর্মীদের বাড়ি  বাড়ি গিয়ে ৩০ ডিসেম্বরের আগে এলাকা ত্যাগ করার হুমকি দিচ্ছে। হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখিয়ে বিএনপির অনেক নিবেদিতপ্রাণ নেতাকে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি নিজেও নিরাপত্তাহীন।

 বারবার আশ্বস্ত করার পরও নির্বাচন কমিশন নিরাপত্তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ অবস্থায় বরিশাল-১ আসনে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। তিনি গৌরনদী-আগৈলঝাড়ার বাস্তবচিত্র দেখতে এক রাতের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে তার বাড়িতে থাকার আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি প্রার্থী স্বপন তার নির্বাচনী এলাকা বিশেষভাবে নজরদারি করার জন্য দেশি-বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক, দাতা সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর