মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানবন্দরে সাড়ে পাঁচ কেজি সোনা জব্দ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এ সময় ৫০টি সোনার বার ও একটি সোনার চেইন জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন তিনজন যাত্রী ও একজন বিমান সিকিউরিটি। গতকাল সন্ধ্যা ৫টা, ভোর পৌনে ৫টা এবং এর আগে রাত ১টার দিকে বিমানবন্দরে এসব ঘটনা ঘটে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, রাত ১টার দিকে বিমানবন্দরে কুয়েত থেকে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট আসার পরই দুই যাত্রীকে আটক করা হয়। ফ্লাইট থেকে নামার পরই ওই দুই যাত্রী বিমান সিকিউরিটির কাছে সিগারেটের দুটি প্যাকেট হস্তান্তরের সময় ধরা পড়েন। এ সময় দুটি প্যাকেট থেকে ১০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটককৃতদের পরে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এদিকে গতকাল ভোর পৌনে ৫টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করা হয়। আটকের সময় তার মোজার ভিতর থেকে ১০টি সোনার বার এবং একটি সোনার চেইন জব্দ করা হয়। ১ কেজি ৩৬ গ্রাম ওজনের এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা। সন্ধ্যা ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিট থেকে ৩০টি সোনার বার জব্দ করা হয়, যার ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা।

সর্বশেষ খবর