বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রত্নার পাশে নেই আওয়ামী লীগ, ঐক্যফ্রন্টহীন বিএনপি

বরিশাল-৬

রাহাত খান, বরিশাল

একটি মাত্র উপজেলা (বাকেরগঞ্জ) নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে নৌকার প্রার্থী নেই। এখানকার উপজেলা চেয়ারম্যান-পৌর মেয়র, এমনকি বেশিরভাগ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর টানা তিনবার সরাসরি নৌকার প্রার্থী নেই ২ লাখ ৩৯ হাজার ৬৯৭ ভোটার অধ্যুষিত বাকেরগঞ্জে। গত দুটি নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে (জাপা) এ আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এবার নৌকার অনুপস্থিতিতে লাঙ্গল মহাজোটের প্রতীক ধরা হলেও, জাপা প্রার্থী নাসরিন জাহান রত্না আমিনের সঙ্গে নেই আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগের একাংশ (আবদুল হাফিজ মল্লিক অনুসারী) নেমে পড়েছেন আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী মো. আলী ফারুক তালুকদারের পক্ষে। অপরাংশ সিদ্ধান্তহীনতায়। এ অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মান-অভিমান দূর করে লাঙ্গলের পক্ষে প্রচারণায় নামাতে ব্যস্ত জাতীয় পার্টির নেতারা।  এদিকে দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা আবুল হোসেন খানের পক্ষে দলের সবাই ঐক্যবদ্ধ হলেও তাদের সঙ্গে নেই শরিক কোনো দলের নেতা-কর্মীরা। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নুরুল ইসলাম আল-আমিন প্রচারণায় সবার চেয়ে এগিয়ে থাকলেও জাসদের (ইনু) মো. মোহসীন এবং জেপির খন্দকার মাহতাব উদ্দিনের উল্লেখযোগ্য তৎপরতা নেই। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, বরিশাল-৬ আসনে স্থানীয় আওয়ামী লীগের গ্রুপিং থাকায় নেতৃস্থানীয় কিছু লোক স্বার্থ, অর্থ-বিত্তের কারণে লাঙ্গলের পক্ষে না নামলেও তৃণমূলের সবাই জাপা প্রার্থীর পক্ষে নেমেছে। এদিকে দীর্ঘদিনের বিভেদ ভুলে সবাই এক কাতারে ধানের শীষের প্রচারণায় নেমেছে বিএনপি নেতা-কর্মীরা। শরিকরা মাঠে না থাকলেও ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না বলে প্রত্যাশা ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু বলেন, বরিশালে ঐক্যফ্রন্টের কোনো কমিটি হয়নি। ফ্রন্টের কোনো প্রার্থী তাদের প্রচারণায় যেতে বলেনি। এ কারণে ফ্রন্টের প্রার্থীদের পক্ষেও নামা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর