বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাগজের মান ভালো স্বল্পমূল্যে সব খবর

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

কাগজের মান ভালো স্বল্পমূল্যে সব খবর

কাগজের মান ভালো, স্বল্প মূল্য, চমকপ্রদ সংবাদ, সাহসী ও প্রত্যন্ত অঞ্চলসহ সব ধরনের সংবাদ প্রকাশের কারণেই নারায়ণগঞ্জ জেলায় শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। সকাল ৮-১০ টার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে পত্রিকা। এতে পাঠক চাহিদা মেটাতে পারছে না জেলার এজেন্ট ও হকাররা। এ নিয়ে কথা হয় জেলার প্রধান এজেন্ট ও হকারদের সঙ্গে। আলোচনায় বিভিন্ন  প্রশ্ন ও জবাবেব কথপোকথন নিচে তুলে ধরা হলো। এই অঞ্চলে কোন পত্রিকা বেশি চলে? এ বিষয়ে শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়ার  হকার মো. মনির হোসেন (৬০) বলেন, পাকিস্তান আমল অর্থাৎ বয়স যখন ১০-১২ তখন থেকেই পত্রিকা বিক্রি করি। সবচেয়ে বেশি চাহিদা বাংলাদেশ প্রতিদিনের। আমি ভাগে ৫০টি পত্রিকা পাই। এর বেশি এজেন্ট দিতে পারে না। পত্রিকাটি শেষ হয়ে গেলেও পাঠকরা চাইতেই থাকে। কিন্তু শেষ হয়ে যায়। শহরের চাষাঢ়া এলাকার হকার আমিনুল ইসলাম সোহাগ বলেন, এক কথায় বাংলাদেশ প্রতিদিন। বাসে ওঠা মাত্র নাই। কয়টার মধ্যে পত্রিকা বিক্রি শেষ হয়? শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরের ঘাড়মোড়া এলাকার হকার মো. চান মিয়া জানান, পত্রিকার হকারি করছি ১ যুগ ধরে। সকাল ১০ টার মধ্যে প্রতিদিন পত্রিকা শেষ। জেলাভিত্তিক কোনো সংবাদ থাকলে সকাল ৮ টায় পত্রিকা শেষ। বন্দর দেউলি এলাকার দেলওয়ার বলেন, ২০ বছর ধরে পত্রিকার হকার। সর্বোচ্চ ১১টা সর্বনিম্ন সাড়ে ৮টার মধ্যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি হয়ে যায়। 

হকার মনির হোসেন বলেন, কাগজের মান ভালো। মাত্র ৫ টাকা মূল্যে এই পত্রিকাটিতে সব ধরনের সংবাদ থাকে। চটকদার ও সাহসী কিছু প্রতিবেদন ও প্রত্যন্ত অঞ্চলের সংবাদ পাওয়া যায়। এছাড়া রকমারি পাতার বিশেষ শ্রেণির কিছু পাঠক রয়েছে। ওই পাতার প্রতি পাঠক শ্রেণির এক বিশেষ আকর্ষণ। পাঠক পত্রিকার হাতে নিয়ে প্রথম পাতাটি কোনো সংবাদ ভালো লাগলে পড়তে থাকে। পরবর্তীতে চলে যাই রকমারি পাতায় ব্যতিক্রম কোনো সংবাদ আছে কিনা। অন্যদিকে  সব শ্রেণির পাঠকের চাহিদা ভেবে পত্রিকাটি সংবাদ প্রকাশ করে। তবে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে পাঠকদের মধ্যে একটু বিরক্তিও রয়েছে। নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান এজেন্ট কামরুল আনম কাজল বলেন, পূর্ব পুরুষের ব্যবসা ছিল পত্রিকার এজেন্ট। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটির একটি বিশেষণ হলো, মাত্র ৫ টাকা মূল্যে দেশের সব খবর পাওয়া যায়। কাগজটি খুব ভালো মানের। পাঠক পত্রিকাটি হাতে নিয়ে স্বাচ্ছ্যন্দবোধ করেন। লেখার মান খুব ভালো ও সাবলীল। রাজনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলা ও দেশ-বিদেশের খবর সব সংবাদই রয়েছে পত্রিকাটিতে। কম টাকায় সব খবর পাওয়া যায় বলেই পত্রিকাটি সবচেয়ে বেশি বিক্রির কারণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর