বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
খুলনা

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জমজমাট প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নিম্নচাপের প্রভাবে খুলনায় গতকাল সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ বৈরী আবহাওয়া উপেক্ষা করেও সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। সেইসঙ্গে বাড়ি বাড়ি গণসংযোগ, মাইকিং, লিফলেট বিতরণে নির্বাচনী এলাকা সরগরম হয়ে ওঠে। গতকাল সকালে খুলনা-২ আসনে মহাজোট  প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল নগরীর শিববাড়ী মোড়, কেডিএ এভিনিউ, গোবরচাকা, শেখপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নৌকার সমর্থনে নগরীর নিরালা বাজার, আবাসিক এলাকা, শেরেবাংলা রোড এলাকায় ১৪ দলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘খুলনা-২ আসনে মহাজোট প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল নির্বাচিত হলে খুলনা থেকে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ীদের সমূলে উচ্ছেদ করা হবে।’ এ সময় জেপির কেন্দ্রীয় নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, ন্যাপ সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, জেপির ডা. অধ্যক্ষ এম এন আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। অন্যদিকে খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর গোবরচাকা, চেম্বার ভবন, খানজাহান আলী রোড, ফুল মার্কেট, রায়ের মহল এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ‘গত কয়েকদিনে আওয়ামী লীগ যা করেছে তাতে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু ও আস্থার নির্বাচন সম্ভব নয়।’ খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা ও দীঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। প্রচারণায় নেতা-কর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর