বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এখন পর্যন্ত সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি :পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার ও গণসংযোগের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ইসি মাহবুব তালুকদার নিজেই স্বীকার করেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। গতকাল আজিমপুর কলোনি মাঠে ঢাকা-৭ আসনের প্রার্থী আলহাজ আবদুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। এ সময় তিনি আলহাজ আবদুর রহমানের জন্য হাতপাখা মার্কায় ভোট চেয়ে বলেন, আবদুর রহমান জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। দুর্নীতি-দুঃশাসন, সন্ত্রাস, মাদক, দারিদ্র্য, বেকারত্বসহ জাতীয় সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে হাতপাখা প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) মেরুদণ্ডহীন বলে পীর চরমোনাই বলেন, ‘এখনো সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন। অন্যথায় দেশবাসী বার বার আপনাদের ঘৃণাভরে স্মরণ করবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর