বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিসি ক্যামেরার আওতায় আসছে আবদুল্লাহপুর যাত্রাবাড়ী সড়ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ীর কাজলা পর্যন্ত সড়কে বসানো হচ্ছে ৮৮টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। ৩৩টি পয়েন্টের ৩৮টি লোকেশনে এসব ক্যামেরা বসানো হবে। গতকাল ডিএমপি সদর দফতরে ট্রাফিক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। পুলিশ বলছে, আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী সিসি ক্যামেরার আওতায় এলে যেমন যানজট নিরসন সহজ হবে তেমন অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরালো হবে। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। ডিএমপি জানায়, আবদুল্লাহপুর থেকে কাজলা, মিরপুর গাবতলী থেকে হানিফ ফ্লাইওভার ও কুড়িল বিশ্বরোডের পুরো অংশ সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হবে। প্রথম পর্যায়ে আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ীর কাজলা পর্যন্ত সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে বাকি অংশগুলো সিসি ক্যামেরা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা হবে। এ ক্যামেরায় যদি আওতাধীন এলাকার রাস্তা পুরোপুরি দৃশ্যমান না হয় তাহলে আরও ক্যামেরা লাগানো হবে। আগামী তিন বছরের জন্য এ চুক্তি করা হয়েছে। এই সময়ের মধ্যে সব ধরনের ক্যামেরা ইনস্টলমেন্ট, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ চার্জ ছাড়াই ফাইবার অ্যাট হোম লিমিটেড করবে। ডিএমপি কমিশনার বলেন, প্রকল্পের আওতা ছোট হলেও একটি অনুকরণীয় বিষয়। এর ফলে শুধু ট্রাফিক যানজট নয়, ব্যক্তি, বিনিয়োগ, বাণিজ্যিক ও সামাজিক নিরাপত্তা সুদৃঢ় হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর