বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সব্যসাচী লেখকের জন্মদিন আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

সব্যসাচী লেখকের জন্মদিন আজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৩তম জম্ম দিন আজ। ১৯৩৫ সালের এই দিনে তিনি কুড়িগ্রাম জেলায় জম্ম রহণ করেন। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন হোমিওপ্যাথিক চিকিৎসক ও মা হালিমা খাতুন ছিলেন গৃহিণী। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ

সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য সাহিত্যাঙ্গনে তিনি সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদক পান। স্ত্রী সৈয়দ আনোয়ারা হক ও তাদের একমাত্র ছেলে দ্বিতীয় সৈয়দ হক। জম্ম দিন উদযাপনে আজ বিকাল সাড়ে ৩টায় সৈয়দ শামসুল হকের ঢাকার গুলশানের বাসভবনে আবৃত্তি, পাঠ, গান ও স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রকাশিত হবে তার তিনটি নতুন বই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যজন আতাউর রহমান। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ খবর