শিরোনাম
রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে রিজভী

রাতের আঁধারে ভোট ডাকাতি শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাতের আঁধারেই ভোট ডাকাতি শুরু হয়েছে। আমরা কয়েকদিন আগে থেকেই আশঙ্কা ব্যক্ত করছিলাম, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখবে। সে আশঙ্কাই সত্যে পরিণত হলো। তারা রাতেই ৩০ থেকে ৪০ শতাংশ ভোট ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে রাখবে। ধানের শীষের অনেক প্রার্থীকে তাদের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী ক্যাডাররা।’

গত রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘কোনোভাবেই আওয়ামী লীগ তার বিজয়ের অঙ্ক মেলাতে পারছে না। তাই রাতের অন্ধকারে ব্যালটে সিল মেরে ভোট ডাকাতি শুরু করেছে। দেশবাসীকে বলব, ভয় পেলেই শেষ, আর ভয়কে জয় করলে আমরাই বাংলাদেশ। জেগে উঠুন। গ্রামবাসীকে জাগান। ভোট চুরি ঠেকান। বিজয় আমাদের সুনিশ্চিত। প্রয়োজনে হারিকেন ও টর্চলাইট নিয়ে কেন্দ্রের আশপাশে অবস্থান করুন ভোট চুরি ঠেকাতে। জয় আমাদের হবেই ইনশা আল্লাহ।’

সর্বশেষ খবর