মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ভোট কমেছে ৫০ শতাংশ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনাকে নিজেদের ঘাঁটি হিসেবে দাবি করলেও এবারের নির্বাচনে প্রতিটি আসনেই বিএনপি জোটের ভোট কমেছে। খুলনা-২, ৪, ৫ ও ৬ আসনে ভোট কমেছে ৫০ শতাংশের বেশি। সবগুলো আসনেই বিশাল ব্যবধানে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ২০০৮ সালের   নবম সংসদ নির্বাচনে সর্বশেষ আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মুখোমুখি হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৫ জন। মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগও না পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এর মধ্যে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণফ্রন্ট, কমিউনিস্ট পার্টি, স্বতন্ত্রসহ বিএনপি জোটের দুজন প্রার্থী রয়েছেন।  খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ননী গোপাল ম-ল ১ লাখ ২০ হাজার ৮০১ ভোট পেয়েছিলেন। এবার পঞ্চানন বিশ্বাস নৌকা নিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৯ ভোট পেয়েছেন। এখানে প্রদত্ত ভোটের ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন পঞ্চানন বিশ্বাস। ২০০৮ সালে জেলার সবকয়টিতে হারলেও খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ৯০ হাজার ৯৫০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার তিনি পেয়েছেন ২৭ হাজার ৫০ ভোট। এখানে ধানের শীষের ভোট কমেছে ৬৩ হাজার ৯০০। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে নবম সংসদ নির্বাচনে নৌকা নিয়ে বেগম মন্নুজান সুফিয়ান ৭৪ হাজার ৬৭৮ ভোট পেয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট। এ আসনে ধানের শীষের ভোট কমেছে ৩৪ হাজার ৫৭১। ২০০৮ সালে ধানের শীষ নিয়ে সেকেন্দার আলী ডালিম পেয়েছিলেন ৫৮ হাজার ১৭৭ ভোট। এবার একই প্রতীকে রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ২৩ হাজার ৬০৬ ভোট। খুলনা-৪ আসনে বিএনপির ভোট কমেছে ৮৩ হাজার ৩৬০টি। ২০০৮ সালে শরীফ শাহ কামাল পেয়েছিলেন ৯৭ হাজার ৫৪৭ ভোট। এবার আজিজুল বারী হেলাল পেয়েছেন ১৪ হাজার ১৮৭টি। একইভাবে খুলনা-৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীকে জামায়াতের দুই প্রার্থীর ভোট কমেছে ৬৮ শতাংশের বেশি। পাশাপাশি আসন দুটিতে নৌকার ভোট বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০০৮ সালে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের সোহরাব আলী সানা পেয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ১২১ ভোট। এবার সেখানে সেখ মো. আক্তারুজ্জামান বাবু পেয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট। এই আসনে নৌকার ভোট বেড়েছে ১ লাখ ৫৩ হাজার ২২৮ ভোট।

 

সর্বশেষ খবর