মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টানা আটবার বিজয়ী শেখ সেলিম সাতবার ফিজার

গোপালগঞ্জ ও দিনাজপুর প্রতিনিধি

টানা আটবার বিজয়ী শেখ সেলিম সাতবার ফিজার

গোপালগঞ্জ সদর আসনে টানা আটবার এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ১৯৮০ সালে গোপালগঞ্জ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন এবং গোপালগঞ্জের রাজনীতির হাল ধরেন। সে নির্বাচনে বিএনপির এক ডজন এমপি, মন্ত্রী গোপালগঞ্জে থেকে বিএনপি প্রার্থী কাবিবুর রহমান কাবিলকে ভোট কেটে এমপি        বানাতে চেষ্টা করেছিলেন। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তা বন্ধ হয়। এর পর থেকে আর শেখ সেলিমকে পেছন ফিরে তাকাতে হয়নি, তিনি হয়ে ওঠেন গোপালগঞ্জের মানুষের প্রিয় নেতা। ওই নির্বাচন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আটবার টানা এমপি নির্বাচিত হয়েছেন তিনি। শেখ সেলিমের সঙ্গে প্রতিটি নির্বাচনেই জামানত হারিয়েছেন প্রতিদ্বন্দ্বীরা। এদিকে একাদশ নির্বাচনের মধ্য দিয়ে সপ্তমবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। এর আগে ১৯৮৬ সালে একবার এবং ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবার নির্বাচিত হন বর্তমান এমপি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর।

 

 

সর্বশেষ খবর