মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে বিজয়ের পর মহাজোট নেতাদের কুশল বিনিময়

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর আনন্দ মিছিল না করে মহাজোটের নেতা-কর্মীরা গতকাল কুশল বিনিময় করে বিজয়ের প্রথম দিন কাটিয়েছেন। এই সঙ্গে তারা নির্বাচন পরবর্তী নাশকতা ও সংঘাত এড়াতে সতর্ক অবস্থানেও আছেন। নির্বাচন পরবর্তী সংঘাত ও নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানান নিরাপত্তা ব্যবস্থা। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম সম্প্রীতির জায়গা। এখানে এক নেতা আরেক নেতাকে শ্রদ্ধা করেন। তাই বিশ্বাস করি বিএনপি-জামায়াত নাশকতা কিংবা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সে সম্প্রীতি নষ্ট করবে না। যদি তারা সম্প্রতি নষ্ট করে তা হলে নেতা কর্মীদের নিয়ে          তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।’ নিরঙ্কুশ জয়ের পর গতকাল সকাল থেকেই নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কাটান বিজয়ী প্রার্থীরা। সকালে মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে নেতা-কর্মী এবং সমর্থকদের ধন্যবাদ জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে বিজয়ী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকাল পর্যন্ত তিনি মীরসরাইয়ের প্রত্যন্ত এলাকা ঘুরে বেড়ান। একইভাবে সকাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন চট্টগ্রাম-৫ আসনে বিজয়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সকাল থেকেই তার গ্রামের বাড়িতে মহাজোটের নেতা-কর্মীদের ঢল নামে। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

 

সর্বশেষ খবর