বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন মন্ত্রীর আশায় রাজশাহী

দৌড়ঝাঁপ শুরু কয়েকজনের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচন শেষ, এবার আলোচনায় নতুন মন্ত্রিসভা। রাজশাহীর কে থাকছেন নতুন মন্ত্রিসভায়- এনিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় রাজশাহীর অন্তত একজন থাকছেন- এমনটাই আশা করছেন নাগরিকরা। রাজশাহীর ছয়টি আসনেই বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের পাঁচজন ও ওয়ার্কার্স পার্টির একজন। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহী-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, রাজশাহী-৫ আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমান ও রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম। অবশ্য শাহরিয়ার আলম বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন। দশম সংসদের শুরুতেই তিনি মন্ত্রিসভায় স্থান পান। আর নবম সংসদের শেষ দিকে মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। নাগরিক সমাজের অনেকেরই ধারণা, টানা তৃতীয়বার বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় এবং ক্লিন ইমেজের কারণে শাহরিয়ার আলম দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এই সঙ্গে সিনিয়র নেতা হিসেবে মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা আছে বিপুল ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত এমপি ওমর ফারুক চৌধুরীর। তবে সবকিছু ছাপিয়ে এবার জোর আলোচনায় আছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। যদি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার বাদ পড়েন তবে মন্ত্রিসভায় তার স্থান পাওয়ার পথ খুলতে পারে বলে মনে করেন বাদশার সমর্থকরা। ফজলে হোসেন বাদশা জানান, মন্ত্রিসভায় কে স্থান পাবে তা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন, তার সঙ্গেই থাকবে ওয়ার্কার্স পার্টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর