Bangladesh Pratidin

ফোকাস

  • চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মরদেহ উদ্ধার, আরও থাকতে পারে: আইজিপি
প্রকাশ : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ জানুয়ারি, ২০১৯ ২৩:২৮
মেয়র আরিফের অ্যাকশন চলছেই
নিজস্ব প্রতিবেদক, সিলেট

হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিলবোর্ডের ভাড়া বাবদ বকেয়া বিল আদায়ে অভিযান অব্যাহত রেখেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালান তিনি। সিসিক সূত্র জানায়, হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিলবোর্ডের ভাড়া বাবদ বকেয়া বিল ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এসব খাতই সিসিকের প্রধান আয়ের উৎস। কিন্তু বিপুল অঙ্কের টাকা বকেয়া থাকায় সিসিক নিজেদের কর্মকর্তা, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধ করতে পারছে না। একাধিকবার নোটিস দেওয়ার পরও সংশ্লিষ্টরা বকেয়া বিল পরিশোধ না করায় গত বুধবার থেকে অভিযান শুরু করেন মেয়র আরিফ। এ লক্ষ্যে পৃথক তিনটি কমিটিও গঠন করা হয়েছে। মেয়র আরিফ জানান, গতকাল নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। এতে ৮ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়। দুদিনের অভিযানে ১৮ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে। পুরো বকেয়া বিল আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে নগরীর ২৭টি ওয়ার্ডে অভিযান অব্যাহত থাকবে। কেউ বিল পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পাতার আরো খবর
up-arrow