শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সারা দেশের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) আগামী ৭ জানুয়ারির মধ্যে ২৯৯ আসনের সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণে রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে। গতকাল ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এই চিঠি ২৯৯ আসনের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। তবে ৭ জানুয়ারির মধ্যে তা অপসারণ করা না হলে পরে সংশ্লিষ্ট সিটি, পৌরসভাকে অপসারণ করতে বলেছে ইসি।

এ বিষয়ে গতকাল ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, পোস্টার ও নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণে আমরা নির্দেশনা দিয়েছি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের। আগামী ৭ জানুয়ারির মধ্যে আশা করছি পোস্টার অপসারণ হবে।

ইসির কর্মকর্তারা বলেছেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে জেলা, উপজেলা এবং সিটি করপোরেশন আওতাধীন এলাকায় যেখানে পোস্টার, ব্যানার, গেট, তোরণ এবং আলোকসজ্জা আছে, সেগুলো অপসারণের জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

যদি তা সম্ভব না হয় তবে পরে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা তা অপসারণে ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পোস্টার অপসারণ শুরু করেছে।

সর্বশেষ খবর