শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

দেশের অন্যতম শিল্পপরিবার স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে তিনি পরলোকগমন করেন। তাকে পাবনা শহরের উপকণ্ঠ বৈকণ্ঠপুরের বাসভবন এসট্রাসে সমাহিত করা হয়। এই দেশবরেণ্য শিল্পপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। পরিবারের পক্ষ থেকে পাবনার এসট্রাস খামারবাড়িতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনা প্রেস ক্লাব, পাবনা সংবাদপত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন স্মরণসভার আয়োজন করেছে। স্কয়ার গ্রুপ সূত্র জানায়, ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি আগ্রহ ছিল স্যামসন এইচ চৌধুরীর। প্রথমে নিজে বাবার নামের সঙ্গে মিল রেখে তিনি ‘ই-সনস’ নামের ওষুধ কারখানা প্রতিষ্টা করেন। পরে বাবার কাছ থেকে পুঁজি নিয়ে নেমে পড়েন ফার্মেসি ব্যবসায়। ১৯৫৮ সালে যে প্রতিষ্ঠান দিয়ে স্কয়ারের যাত্রা শুরু হয়েছিল, এর নাম ছিল স্কয়ার ফার্মা। পুঁজি ছিল ২০ হাজার টাকা। ১৯৬৪ সালে নাম পরিবর্তন করে করা হয় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমানে গোপালগঞ্জ) কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ইয়াকুব হোসেন চৌধুরী। স্যামসন চৌধুরী ভারতে পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সর্বশেষ খবর