শিরোনাম
শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গলাটিপে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পারিবারিক কলহের জেরে শরিফা বেগম (২৫) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নয়ন পলাতক। গতকাল দুপুরে মতিঝিলের আরামবাগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার বাউনিয়া গ্রামের জুলহাসের মেয়ে শরিফা। দুই সন্তানকে গ্রামে রেখে স্বামীর সঙ্গে আরামবাগের ১২৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। তার স্বামী পেশায় রিকশাচালক, আর তিনি অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। বুধবার ওই বাসা তারা নতুন ভাড়া নেন। সেখানে ওঠার পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া চলছিল। পুলিশ জানায়, আশপাশের লোকজন খবর দিলে আরামবাগের ওই বাসার ৬ তলার একটি রুমের বিছানার ওপর শোয়া অবস্থায় শরিফার লাশ পাওয়া যায়। এ সময় তার গলায় শ্বাসরোধের আলামত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নয়ন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে স্ত্রী শরিফার গলা টিপে হত্যা করে পালিয়ে যায় নয়ন। পলাতক নয়নকে ধরার চেষ্টা চলছে বলে জানান মতিঝিল থানার এসআই জালাল উদ্দিন।

সর্বশেষ খবর