শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দায়বদ্ধতা অনেক বেড়েছে বললেন পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগের তুলনায় আমাদের দায়বদ্ধতা অনেক বেড়েছে। কেননা দেশের জনগণ যেভাবে বিজয়ী করেছে তাতে বোঝা যায়, তাদের প্রত্যাশা অনেক উচ্চে। তাই আমাদের লক্ষ্য সবাইকে নিয়ে একসঙ্গে নতুন করে পথচলা শুরু করা, মানুষের প্রত্যাশা পূরণ করা। যেখানে থাকবে না কোনো হানাহানি, মারামারি বা ভেদাভেদ। তবে একটি বিষয়ে কড়া নজরদারিতে থাকতে হবে, কোনোভাবেই যেন কোনো অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আ হ ম মুস্তফা কামাল এমপি গতকাল ছুটে যান নিজ নির্বাচনী এলাকায়। নাঙ্গলকোটের সোন্দাইল এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিপুল ভোট জয় লাভ করায় তিনি তার নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এলাকার প্রতিটি মানুষই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। নির্বাচন পরবর্তী এ মতবিনিময়ে আরও  উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌরসভা মেয়র আবদুল মালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর