শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তারা বলেন,  প্রাথমিক শিক্ষায় এ পর্যন্ত যত উন্নতি ও অগ্রগতি হয়েছে, সেটার প্রায় সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে লিখিত বক্তব্যে এ দাবি জানান সমিতির  সাধারণ সম্পাদক আবুল কাসেম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর