রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টাঙ্গাইলের মানুষ কম সময়ে সব তথ্য পান

নাসির উদ্দিন, টাঙ্গাইল

টাঙ্গাইলের মানুষ কম সময়ে সব তথ্য পান

টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন কেন শীর্ষে রয়েছে- এ প্রশ্নে হকার থেকে শুরু করে পাঠক পর্যন্ত সবার একই কথা, এই পত্রিকার মাধ্যমে টাঙ্গাইলের মানুষ খুব কম সময়ের মধ্যে দেশ-বিদেশের সব রকম খবর বা তথ্য পেয়ে যাচ্ছেন। এ কারণেই বাংলাদেশ প্রতিদিনে তাদের আগ্রহ।

পত্রিকা বিক্রির প্রধান এজেন্ট আবেদীন বুক স্টলসহ বিভিন্ন পত্রিকা বিক্রির স্টলে বাংলাদেশ প্রতিদিন সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে। শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে আবেদীন বুক ষ্টলের স্বত্বাধিকারী মো. আবুল খায়ের জানান, আবেদীন বুক স্টলে সবচেয়ে বেশি বিক্রির তালিকায় রয়েছে বাংলাদেশ প্রতিদিন। অন্যান্য পত্রিকা রয়েছে এর অনেক নিচে। তিনি জানান, অন্য পত্রিকা অবিক্রীত থাকলেও বাংলাদেশ প্রতিদিন অবিক্রীত থাকে না। জেলার প্রায় প্রতিটি এজেন্টের কাছেই বাংলাদেশ প্রতিদিন বিক্রির সর্বোচ্চ তালিকায় রয়েছে। আবুল খায়ের আরও জানান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদগুলো সংক্ষিপ্ত এবং সাবলিল ভাষায় হওয়ায় মানুষ কম সময়ে পুরো তথ্য জানতে পারছেন।এ কারণেও মানুষ বাংলাদেশ প্রতিদিন বেশি পড়েন। এছাড়াও একই কাগজে অনেক সংবাদ, বিনোদন, খেলার খবর এবং রকমারি পাতা থাকার জন্যও এর পাঠক প্রিয়তা বেশি। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি করতে হকাররা বেশি পছন্দ করে। কারণ বাংলাদেশ প্রতিদিন বেলা ১০টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের অন্য পত্রিকা দিতে চাইলেও পাঠকরা অন্য পত্রিকা রাখতে নারাজ। তাই বাংলাদেশ প্রতিদিন হকারদের কাছে প্রিয় পত্রিকা।

সর্বশেষ খবর