রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনা ভাটারা থানার এএসআই সোহেল রানার স্ত্রী। শুক্রবার রাত ৩টার দিকে ভাটারার সোলমাইদের একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

জানা গেছে, মিনা এক সন্তানের জননী। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খান নাগরা গ্রামের শুকুর মাহমুদের মেয়ে। স্বামী সোহেল রানাকে নিয়ে ভাটারার সোলমাইদ পূর্বপাড়া ১৮৭ নম্বর আবদুল লতিফের বাড়ির ৩য় তলায় ভাড়া থাকতেন। ঢামেক সূত্র জানায়, সোলমাইদের ওই বাসার বিছানার ওপর থেকে মিনার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় তার গলায় নীলচে কালো ও ফুলা দাগের চিহ্ন দেখা যায়। তবে তার স্বামীর দাবি-মিনা ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার আগে ওই রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে মিনা পাশের রুমে গিয়ে গলায় ফাঁস নেন বলে জানান তার স্বামী সোহেল রানা। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ভাটারা থানার এসআই আল ইমাম রাজন।

সর্বশেষ খবর