সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাঁচ নয়া মন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস সিলেটজুড়ে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের আগামী মেয়াদের জন্য গঠিত নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সিলেট বিভাগের পাঁচ সংসদ সদস্য। এবারই প্রথমবারের মতো একসঙ্গে সিলেট বিভাগ থেকে এতজন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এ নিয়ে সিলেটজুড়ে বিরাজ করছে উচ্ছ্বাস। পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর হাত ধরে সিলেট বিভাগের উন্নয়ন আরও ত্বরান্বিত হওয়ার আশা করছেন সাধারণ মানুষ। সিলেট বিভাগ থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়াদের তালিকায় রয়েছেন তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪)। এই প্রথমবারের মতো সিলেট বিভাগের চারটি জেলা থেকেই সংসদ সদস্যদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। এ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সিলেটের দুজন। তারা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। সাধারণ মানুষ বলছেন, সিলেট   বিভাগের উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুনজর রয়েছে, তারই প্রতিফলন এই পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার সিলেট সফরে এসেছেন, ততবারই বলেছেন, ‘সিলেটের উন্নয়নের দায়িত্ব আমার।’ সর্বশেষ গত ২২ ডিসেম্বর সিলেটে নির্বাচনী জনসভা করেন শেখ হাসিনা। সে জনসভায়ও সিলেটের উন্নয়নে তার বিশেষ নজর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এবার মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে পাঁচজনকে স্থান দিয়ে সিলেটের উন্নয়নে নিজের মনোযোগের বিষয়টিই প্রকাশ করেছেন শেখ হাসিনা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সিলেটকে এগিয়ে নিতে শেখ হাসিনার যে বিশেষ দৃষ্টি আছে, তারই সর্বশেষ প্রমাণ এ বিভাগ থেকে পাঁচজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া। এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীর হাত ধরে সিলেট উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর