মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পররাষ্ট্রমন্ত্রী পেল সিলেট, অর্থ গেল কুমিল্লায়

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী পেল সিলেট, অর্থ গেল কুমিল্লায়

দীর্ঘ ২৮ বছর বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ‘নেতৃত্বে’ ছিলেন বৃহত্তর সিলেটের নেতারা। অবশেষে সিলেট থেকে অর্থ মন্ত্রণালয় চলে গেল চট্টগ্রাম বিভাগের কুমিল্লায়। তবে সিলেট এবার ১৭ বছর পর ফিরে পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ থেকে শুরু করে সর্বশেষ দশম জাতীয় সংসদ- এ দীর্ঘ ২৮ বছরে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন সিলেটীরা। ১৯৯১ সালে বিএনপি সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান সিলেট বিভাগের মৌলভীবাজারের সন্তান সাইফুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আরেক সিলেটী শাহ এ এম এস কিবরিয়া। ২০০১ সালে বিএনপি পুনরায় সরকার গঠন করে, তখন ফের         অর্থমন্ত্রী হন সাইফুর রহমান। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়, ২০০৯-এর শুরুতে অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মুহিত একই মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে যান। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার আ হ ম মুস্তফা কামাল। তিনি আগে পরিকল্পনামন্ত্রী ছিলেন। গতকাল অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কামাল। অর্থ মন্ত্রণালয় হারিয়ে সিলেট এবার আরেক গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় ২০০১ সালের পর ফিরে পেয়েছে। এবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালেই বাংলাদেশ জাতিসংঘের অধীনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী প্রেরণের মর্যাদা লাভ করে। এ সময়ের মধ্যেই বাংলাদেশ মহিলা শান্তিরক্ষী ও নেভাল ফোর্স পাঠানো শুরু করে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিদ্যমান সমস্যার সমাধানে জাতিসংঘের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড. মোমেন। বাংলাদেশ বিরোধপূর্ণ ওই সমুদ্রসীমা বিজয় করেছিল। যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতায় ঋদ্ধ ড. মোমেন। সরকারের মন্ত্রিসভায় তিনি একেবারে নতুন মুখ হলেও ‘সিলেটী’ পররাষ্ট্রমন্ত্রীদের তালিকায় তাঁর অবস্থান তৃতীয়। তাঁর আগে বৃহত্তর সিলেটের আবদুস সামাদ আজাদ ও হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আবদুস সামাদ আজাদ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে জন্ম নেওয়া এই প্রখ্যাত রাজনীতিবিদ ১৯৭১ সালের ডিসেম্বর থেকে ’৭৩ সালের মার্চ পর্যন্ত প্রথম দফায় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হলে ফের পররাষ্ট্রমন্ত্রী হন তিনি। এ দফায় ১৯৯৬ সালের মার্চ থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশের খ্যাতনামা কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী জাতীয় সংসদের সাবেক স্পিকার হিসেবে সমধিক পরিচিত। তবে সিলেটের এই সন্তান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ১৯৮৪ সালের জুন থেকে ’৮৫ সালের জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

সর্বশেষ খবর