বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের নেতৃত্বে এগিয়ে রংপুর বিভাগ

শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক, রংপুর

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আর দ্বিতীয়বারের মতো সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকছে এরশাদের জাতীয় পার্টি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এমন নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি এ অর্জনের সঙ্গে জড়িয়ে আছে দুই দলে থাকা রংপুরের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও একাদশ সংসদের সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। তিনি রংপুরের পুত্রবধূ। স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের লালদিঘী ফতেপুর গ্রামে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুরের সন্তান তিনি। সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এরশাদের ছোট ভাই। তিনিও রংপুরের সন্তান। এ সংসদে গতবারের মতো এবারও দেখা যাবে জাতীয় সংসদের স্পিকার হিসেবে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরীকে। আর বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ, সংসদের স্পিকার সবাই এখন রংপুরের মানুষ। এ কারণে স্থানীয়রা মনে করছেন, রংপুরকে ঘিরে জাতীয় সংসদে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হয়েছে। শুধু তাই নয়, মন্ত্রী পরিষদেও রংপুর থেকে ডাক পেয়েছেন টিপু মুনশি। তিনি  হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। এ বিভাগের লালমনিরহাট থেকে নূরুজ্জামান আহম্মেদ হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও পঞ্চগড়ের নূরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রী। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন দিনাজপুরের খালিদ মাহমুদ চৌধুরী। কুড়িগ্রামের জাকির হোসেনও হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সংসদের প্রধানমন্ত্রী থেকে বিরোধীদলীয় প্রধান এবং রংপুর বিভাগ থেকে তিনজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। কেউ কেউ রংপুরের মানুষ হিসেবে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এম এ মজিদ বলেন, ‘রংপুরের মানুষ হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত। পুরো দেশের নেতৃত্বে যারা আছেন তারা সবাই রংপুরের। আমরা তাদের মাধ্যমে দেশ এগিয়ে যাওয়ার সাফল্য দেখতে চাই।’

রংপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী মো. জুননুন বলেন, ‘আমরা রংপুর বিভাগের মানুষ বড়ই ভাগ্যবান। আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ স্পিকার সবাই রংপুরের। বিরোধী দলের চিপ হুইপ এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীও আছেন রংপুর বিভাগ থেকে। এটা সরকারের যেমন চমক, তেমনি রংপুরের মানুষের গৌরবের বিষয়।’ বাংলাদেশের নেতৃত্ব এখন রংপুরের হাতে এমন দাবি রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও সংগঠক ওয়াদুদ আলীর। তিনি বলেন, ‘রংপুর অনেক দিন থেকে নানা কারণে সার্বিক উন্নয়নে বঞ্চিত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী রংপুরের পুত্রবধূ তার একান্ত ইচ্ছায় অনেক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলে রংপুরের নেতৃত্ব থাকায় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

সর্বশেষ খবর