শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন ঠিকানায় যাচ্ছেন সিলেটের কয়েদিরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নতুন ঠিকানায় যাচ্ছেন সিলেটের কয়েদিরা

নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগার

অবশেষে উদ্বোধনের দুই মাস পর সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদি স্থানান্তরের কার্যক্রম শুরু হচ্ছে। আজ শুক্রবার থেকে কাল শনিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এর মধ্য দিয়ে ২২৯ বছর পর নতুন ঠিকানায় যাচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার। সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় রয়েছে পুরনো সিলেট কেন্দ্রীয় কারাগার। কারাগারের ধারণক্ষমতা ১২১০ জন হলে এখানে দ্বিগুণেরও বেশি কয়েদি আছে। এ ছাড়া ২০০ বছরের পুরনো হওয়ায় কারাগারটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সিলেট শহরতলির বাদাঘাটে আধুনিক ও বেশি ধারণক্ষমতাসম্পন্ন একটি কারাগার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১১ সালের ৩০ একর জমির ওপর শুরু হয় এ নতুন কারাগারের নির্মাণ কাজ। কাজ  শেষে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কারাগারের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পরও নানা জটিলতায় নতুন কারাগারে কয়েদি স্থানান্তর করা হচ্ছিল না। সিলেট জেল সুপার আবদুল জলিল জানান, নতুন কারাগারে কয়েদি স্থানান্তর কার্যক্রমের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তায় সব কয়েদিকে নতুন কারাগারে স্থানান্তর করা হবে।

সর্বশেষ খবর