শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘সংবাদের মান অনেক ভালো’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘সংবাদের মান অনেক ভালো’

বাংলাদেশ প্রতিদিন জেলার সর্বাধিক বিক্রীত সংবাদপত্র। পত্রিকাটির চাহিদা রয়েছে আরও বেশি। পাঠকপ্রিয় এ পত্রিকাটি আরও বেশি বিক্রি হবে বলে মনে করেন এজেন্ট ও সরবরাহকারীরা। এজেন্ট মো. সিদ্দিক আলী খান বলেন, জেলায় সবচেয়ে বেশি যে পত্রিকাটি বিক্রি হয়, তার নাম ‘বাংলাদেশ প্রতিদিন’। সাধারণত শহরে বেলা ১২টা-১টার মধ্যেই বিক্রি হয়ে যায়। শহরের বাইরে ২টার মধ্যেই শেষ হয়। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিনের সংবাদের মান অনেক ভালো এবং সংক্ষিপ্ত। ছাপা ও কাগজের মানও অনেক ভালো। এ কারণে পাঠকের আগ্রহ অনেক বেশি রয়েছে। সরবরাহকারী মো. মনিরুজ্জামান মনির বলেন, জেলার সর্বাধিক বিক্রীত পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’। সংবাদের মান ভালো হওয়ায় এ পত্রিকার চাহিদা অনেক বেশি। সরবরাহকারী মো. মোমিন হোসেন বলেন, জেলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চাহিদা ও বিক্রি সবচেয়ে বেশি। বেলা ১১টার মধ্যেই শহরে বিক্রি শেষ হয়ে যায়। তার মতে, কম দাম, সংবাদ ও ছাপার কাগজের মান ভালো এবং ঝকঝকে ছাপার জন্য পত্রিকাটির চাহিদা অনেক বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর