শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চমেক হাসপাতাল

বন্ধ হয়ে গেল ‘অভিযোগের ঠিকানা’ গণশুনানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের অভিযোগ-সমস্যা নিরসনে চালু করা গণশুনানি কর্মসূচি বন্ধ হয়ে গেছে। রোগীর স্বার্থেই চালু হওয়া কর্মসূচিটি চালুর মাত্র আট মাসের মাথায় বন্ধ হয়ে গেল। ফলে রোগী ও স্বজনদের সমস্যা, অভিযোগ ও ভোগান্তি জানানোর ঠিকানাটি আর থাকল না। অভিযোগ আছে, চমেক হাসপাতালে সেবা গ্রহণে রোগী-স্বজনদের পদে পদে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। কিন্তু গণশুনানি চালুর পর রোগীদের অভিযোগ করার একটা ঠিকানা তৈরি হয়। হাসপাতালের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের পরীক্ষা নেওয়া, অভিযোগ কম আসাসহ নানা ব্যস্ততার কারণে গণশুনানি বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর