শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মধ্যরাতে মেয়র আরিফের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর সোবহানীঘাটের একটি রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান চালিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ‘পাহাড়িকা রেস্টুরেন্টে’ অভিযান চালান তিনি। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রেস্টুরেন্টটি বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র।

জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর উপশহর থেকে কুমারপাড়ার বাসায় ফিরছিলেন মেয়র আরিফ। পথিমধ্যে সোবহানীঘাট পয়েন্ট সংলগ্ন পাহাড়িকা রেস্টুরেন্টের ময়লাসহ নোংরা পানি সড়কে ফেলা হচ্ছে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেন মেয়র। তিনি ওই রেস্টুরেন্টে ঢুকে সড়কে নোংরা পানি ফেলার কারণ জানতে  চান। রেস্টুরেন্ট চালানোর প্রয়োজনীয় কাজগপত্র আছে কিনা, তাও দেখতে চান আরিফ। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এটি বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র।

এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেনি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদেরকে সিটি করপোরেশনে যোগাযোগ করতে বলা হয়েছে।’

সর্বশেষ খবর