শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেহেরপুরের পাঠকরা অল্প কথায় পুরো সংবাদে আকৃষ্ট

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের পাঠকরা অল্প কথায় পুরো সংবাদে আকৃষ্ট

অল্প কথায় পুরো সংবাদ, চলমান নানা ঘটনা ও কাগজের মান ভালো থাকায় মেহেরপুরের পাঠকদের কাছে বাংলাদেশ প্রতিদিন একটি নির্ভরযোগ্য ও আস্থার পত্রিকা। জেলার সবচেয়ে বেশি বিক্রীত পত্রিকার নামও বাংলাদেশ প্রতিদিন। প্রচার ও বিক্রির দিক থেকে অন্যান্য পত্রিকা এর অর্ধেকও নেই।

মেহেরপুরের বড় এজেন্ট পেপার হাউসের কর্ণধার মোছা. তসলিমা রহমান জানান, বাংলাদেশ প্রতিদিন অল্প কথায় সুন্দরভাবে খবরের মূল আকর্ষণসহ ঘটনা তুলে ধরে। সব ধরনের পাঠকের চাহিদা পূরণের খবর এতে পাওয়া যায়। তাই পাঠক সহজেই এটি লুফে নেয়। এ কারণে হকাররাও বাংলাদেশ প্রতিদিন বিক্রি করে আনন্দ পান। তার মতে, বাংলাদেশ প্রতিদিন পাঠক ও হকারের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। এই সেতুবন্ধনের ফলে পত্রিকার একটি কপিও অবিক্রীত থাকে না। পেপার হাউসের ম্যানেজার লাল্টু বলেন, রকমারি, খেলার খবর, দেশ-বিদেশের অনেক আগাম খবর এই পত্রিকায় পাওয়া যায়, যা অন্য কোনো পত্রিকায় পাওয়া যায় না। তাছাড়া ফ্রাইডে, শনিবারের সকালও মানুষের কাছে এখন অনেক জনপ্রিয়। সবচেয়ে বড় কথা, মাত্র ৫ টাকায় একটি পূর্ণাঙ্গ দৈনিক কল্পনা করতেই অবাক লাগে। এদিকে পত্রিকা হকারদের দাবি, মফস্বল বা বিভাগওয়ারী পুরো একটি পাতা রাখা হোক। সেই সঙ্গে পাঠকরা যাতে ভোরে পত্রিকা হাতে পান, তার ব্যবস্থাও করা দরকার। এতে বিক্রি আরও বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর