শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৬ দিনের শিশুর ওপর ইট পড়ে মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে ১৬ দিনের এক শিশুর ওপর ইট পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আবদুল্লাহ। গতকাল সকালে মিরপুর-১ নম্বর সেকশনের জোনাকি রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা বলেছেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট নিচে পড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুর বাবার নাম কবির হোসেন এবং মায়ের নাম লাইজু। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। বর্তমানে তারা জোনাকি রোডে ৭৫ নম্বর টিনশেড বাড়িতে থাকে। আবদুল্লাহর বড় বোনের নাম আয়েশা। শিশুর বাবা কবির হোসেন জানান, মাত্র ১৬ দিন আগে মিরপুরের একটি হাসপাতালে আবদুল্লাহ জন্ম নেয়। গতকাল সকালে শিশুর খালা তামিম সুলতানা আবদুল্লাহকে কোলে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিল। পাশের একটি চারতলা ভবনের ছাদে বাচ্চারা খেলছিল। হঠাৎ সেখান থেকে একটি ইট শিশু আবদুল্লাহর মুখের ওপর এসে পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত তাকে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, একটি চারতলা ভবনের ছাদে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় এক শিশুর হাত থেকে একটি ইট নিচে পড়ে যায়। এতেই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর