শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ‘অনুদ্ধারণীয়’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘অনুদ্ধারণীয়’

বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে ‘অনুদ্ধারণীয়’ নামের নতুন নাটক মঞ্চায়ন করেছে শীর্ষস্থানীয় নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এটি দলের ৩২তম প্রযোজনা। গতকাল ছুটির দিনের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ড. মোহাম্মদ বারী। প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্পকে কেন্দ্র করেই বিন্যস্ত হয়েছে ‘অনুদ্ধারণীয়’ নাটকের কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, মেহমুদ সিদ্দিকী লেনিন, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সরকার জামান, এস আর সম্পদ, ফৌজিয়া করিম, মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ, আশিক প্রমুখ।

তিন কবি-লেখকের জন্মোৎসব : পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৫তম, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম এবং বিজ্ঞান লেখক ড. আবদুল্লাহ-আল-মুতী শরফুদ্দিনের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। গতকাল মেলার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য কবি কামাল চৌধুরী।  পপলুর জন্মবার্ষিকী উদযাপন : শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলুর ৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। চিত্রশিল্পী জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর