শিরোনাম
রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভাড়াটিয়াবেশে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েদাবাদে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধ দম্পতি হলেন এ টি এম সোলাইমান ও নাজমা বেগম। গতকাল সকালে করাতিটোলার ৫৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দম্পতির মেয়েজামাই তাজুল ইসলাম জানান, গতকাল সকালে তার শ্বশুর-শাশুড়ি ছাড়া তাদের পরিবারের কেউ বাসায় ছিল না। এ সুযোগে তিন নারী বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় আসে। পরে আলাপচারিতা বাড়িয়ে কৌশলে ওই দম্পতিকে চেতনানাশক কিছু খাইয়ে দেয়। এরপর তারা অচেতন হয়ে গেলে শাশুড়ির পরনে থাকা সোনার কানের দুল, চেন, হাতের বালা নিয়ে পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর