রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৪ ঘণ্টায় ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী বিষেশ অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২০১ গ্রাম ২৯৯ পুরিয়া হেরোইন, ১০০ বোতল ফেনসিডিল ও ১৩০ কেজি ৭১০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ২৬টি মামলা হয়েছে। এদিকে, ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই মাহবুবুল আলম ভুইয়া জানান, শুক্রবার রাতে বারিধারা ডিওএইচএস থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশেদকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও (ঢাকা মেট্রো গ-২১-৫৭০৩) জব্দ করা হয়েছে। মাদক আইনে রাশেদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর