সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ত্রুটি সারিয়ে ‘ফেরি ফ্লাইট’ নিয়ে শাহ মখদুম ছাড়ল বিমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ বিমানের আটকে যাওয়া (বাংলাদেশ-৪৯২) ফ্লাইট। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে বিমানের ওই প্লেনটি ‘ফেরি ফ্লাইট’ (Ferry Flight) নিয়ে রাজশাহী ছাড়ে। এতে প্লেনটির পাইলট, কেবিন ক্রু ও ঢাকা থেকে আসা তিনজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে থাকা বাংলাদেশ বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার মামুন-আল-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে বিমানের নির্ধারিত একটি ফ্লাইট ৭৪ যাত্রী নিয়ে ঢাকা থেকে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছায়। প্লেনটি ৭৩ জন যাত্রী নিয়ে বিকাল ৩টা ৪৫ মিনিটে আবারও ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়। বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার মামুন-আল-রশীদ বলেন, ওই প্লেনটির অভ্যন্তরীণ কোনো ত্রুটি ছিল না। তবে উড্ডয়নের সময় প্রোগ্রামিংয়ে সমস্যা দেখা দেয়। পরে শনিবারের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। রবিবার বেলা সোয়া ১১টায় নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে বিমানের তিনজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার শাহ মখদুম বিমানবন্দরে আসেন। তারা সমস্যাটি পরীক্ষা করে তা ঠিক করার জন্য ২ থেকে ৩ ঘণ্টা সময় নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যাটি ঠিক হয়ে যায়।

সর্বশেষ খবর