সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরীক্ষার তিন মাসেও হয়নি ফল প্রকাশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেকৃবি সংবাদদাতা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে তিন মাস আগে। বিধি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও প্রকাশ হয়নি এখনো। গেল বছরের ১ জুলাই শুরু হয়ে ২২ সেপ্টেম্বর এ পরীক্ষা শেষ হয়, যাতে ৫৪৩ জন শিক্ষার্থী অংশ নেন। এ বিষয়ে শেকৃবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফুল কবির বলেন, ‘এখন পর্যন্ত দুটি বিভাগের (কৃষি অর্থনীতি ও কৃষিতত্ত্ব) পূর্ণাঙ্গ ফলাফল পত্র আমাদের কাছে পৌঁছেনি। সংগত কারণেই ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।’ নিয়ম অনুযায়ী একটি সেমিস্টার সমাপ্ত হওয়ার সঙ্গেই অর্থাৎ সব মিলে ২৪ সপ্তাহের মধ্যেই সেমিস্টারের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পন্ন করার কথাও জানান তিনি। সংশ্লিষ্ট দুটি বিভাগের মধ্যে কৃষি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকেয়া বেগম বলেন, ‘মূলত শিক্ষক সংকটের কারণেই এখনো ফলাফল প্রস্তুত করতে পারিনি। চারজন শিক্ষকের দ্বারা এত দ্রুত ফলাফল প্রস্তুত সম্ভবও নয়।’ কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘রেজাল্ট শিট প্রায় তৈরি, তা শিগগিরই পাঠানোর ব্যবস্থা করব।’ এ ব্যাপারে লেভেল-১, সেমিস্টার-২-এর শিক্ষার্থী তিথি ঘোষ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সেই সেপ্টেম্বর মাসে পরীক্ষা শেষ হয়েছে কিন্তু এখনো ফলাফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

সর্বশেষ খবর