মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাস টার্মিনাল দখল নিয়ে বরিশাল রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুই দল শ্রমিকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত রবিবার রাত ৯টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লুৎফর রহমান সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শ্রমিক রাব্বি, অংকন, শাকিল, হাসান ও মান্নাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা সবাই বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন মোল্লার অনুসারী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ দখল নিয়ে ওয়ার্ড শ্রমিক দল নেতা নূরে আলম ও ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার অনুসারীদের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ সংঘর্ষ হয়। কাশিপুর ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা জানান, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি পদ থেকে পদত্যাগ করা আফতাব হোসেনের মদদে ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি নূরে আলম তার সহযোগীদের দিয়ে হামলা চালিয়ে তার পাঁচ কর্মীকে কুপিয়ে আহত করেছে। অন্যদিকে শ্রমিক নেতা নূরে আলম এ অভিযোগ অস্বীকার করেন। পরে বিমানবন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

সর্বশেষ খবর