মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঐক্যফ্রন্টের ফের ভোটের দাবি নাকচ করল ইসি

নিজস্ব প্রতিবেদক

অনিয়মের অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্ট পুনরায় ভোটের দাবি জানিয়ে এলেও তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সার্বিক বিষয় নিয়ে কমিশন বৈঠকে আলোচনা হয়েছে। কমিশন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের চিঠি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছে। ঐক্যফ্রন্ট নির্বাচন বাতিল, নির্দলীয় ও তত্ত্বাধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে। ভোট শেষে   ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে, এখন আর সুযোগ নেই। সংক্ষুব্ধ হলে যে কেউ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আমাদের কাছে আসনভিত্তিক ফলাফল আছে। কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফল সংরক্ষণ করি না। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করতে চাইলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তা করতে হবে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনিয়মের অভিযোগ নিয়ে ৩ জানুয়ারি ঐক্যফ্রন্ট ইসিকে স্মারকলিপি দেয়। পরে ৬ জানুয়ারি আওয়ামী লীগ এসব অভিযোগ সঠিক নয় দাবি করে স্মারকলিপি দেয়।

সর্বশেষ খবর