মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
গবেষণা প্রতিবেদন

ডিজিটালাইজেশনে ইতিবাচক প্রভাব পড়বে সাত প্রযুক্তিতে

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে সাতটি সম্ভাবনাময় প্রযুক্তি ডিজিটালাইজেশনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে টেলিনর গ্রুপের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জিপি হাউসে টেলিনর রিসার্চের ভাইস প্রেসিডেন্ট বিয়র্ন হ্যানসেন প্রতিবেদনটি উপস্থাপন করেন। এ বছরের সম্ভাবনাময় প্রযুক্তির মধ্যে রয়েছে ডিপফেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা, ৫জির  প্রসার, আইওটি বা ইন্টারনেট অব থিংসর বিস্তৃত ব্যবহারের উত্থান, ভয়েস অ্যাকটিভেট চ্যাটবক্স এবং গ্রিন টেকনোলজি। প্রতিবেদন প্রকাশ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল পি. ফোলি, ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বল ইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান রতন, পাঠাও এর সিইও হাসোইন ইলিয়াস, হেড অব আইসিটি বিজনেস- এর রেদওয়ান হাসান খান এবং গ্রামীণফোনের হেড অব ডিজিটাল অ্যান্ড অ্যানালাইটিকস অপারেশন সোয়াইবা সারওয়াত সিনথিয়া।

সর্বশেষ খবর